মানুষের জীবন অমূল্য। অর্থ কেন, কোনো কিছুর বিনিময়েই জীবনের মূল্য নির্ধারণ করা যায় না। তবে নিহত ব্যাক্তিদের পরিবারের পাশে দাঁড়ানো সকল মানুষেরই কর্তব্য। সেই কর্তব্যই এবার পালন করতে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি এবং তার আইপিএল দল চেন্নাই সুপার কিংস। আইপিএলের প্রথম ম্যাচ থেকে পাওয়া অর্থ কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত সেনা সদস্যদের পরিবারকে দেবে চেন্নাই সুপার কিংস।
শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচের মাধ্যমে অভিযান শুরু করতে যাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই। আর সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে। বিরাট কোহালি বনাম মহেন্দ্র সিংহ ধোনির লড়াই হিসেবেই দেখা হচ্ছে এই ম্যাচকে। একজন ভারতের জাতীয় দলের বর্তমান অধিনায়ক; আর অপরজন সাবেক। ফলে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহও চরমে।
চেন্নাইয়ের ডিরেক্টর বলেছেন, ‘আমাদের অধিনায়ক ধোনি কিন্তু ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির সম্মানিত লেফটেন্যান্ট কর্নেল। তিনিই ম্যাচের পর সুবিধাজনক সময়ে নিহত সেনা সদস্যদের পরিবারের হাতে চেক তুলে দেবেন।’
উল্লেখ্য, গত ১৪ জুলাই জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে ভারতের সিআরপিএফ জওয়ানদের কনভয়ে জঙ্গি হামলা চালায় জৈশ ই মোহাম্মদ নামের একটি জঙ্গি সংগঠন। এই হামলায় ৪০ জন সেনার মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই ভারত-পাক সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। দুই দেশের সেনাবাহিনীর পাল্টাপাল্টি হামলার মাঝে যুদ্ধাবস্থা দেখা দেয়। সেই পরিস্থিতি শান্ত হলেও দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও।