অনশনে এসে উদর পূর্তি

অনশনে এসে উদর পূর্তি

চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে গণঅনশনে অংশ নেওয়া নেতা-কর্মীদের অনেককেই মহানগর নাট্যমঞ্চের ক্যান্টিনে মধ্যাহ্নভোজ সারতে দেখা গেছে।

বিশেষত সংবাদ আর নিরাপত্তা কর্মীদের মধ্যাহ্নভোজের সময় মুখচেনা অনেককেই দেখা গেছে খাবারের প্যাকেট সংগ্রহ করতে।

অনশন করতে এসে কেন খাবার খাচ্ছেন, জানতে চাইলে তারা কেউ নিজেকে অসুস্থ, কেউবা আর একটু আগ বাড়িয়ে ডায়াবেটিস রোগী হিসেবেই দাবি করেন।

এদের মধ্যে ছাত্রদলের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট শহীদুল ইসলাম বাবু, নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার শানু, ছাত্রদল নেতা কেয়া, উর্মি, সাগর, মহিলা দলের নেতা নীলু প্রমুখের নাম রয়েছে।

তারা যখন মুরগির ঝালফ্রাই দিয়ে ভাত খাচ্ছিলেন তখন বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীমের মতো কাউকে কেবল পানি খেয়ে অনশনমঞ্চে ফেরত যেতে দেখা গেছে।

আবার নিতাই রায় চৌধুরী ও শামা ওবায়েদের মতো কাউকে কাউকে খেতে এসে সাংবাদিক দেখে না খেয়ে ফেরত যেতে দেখা গেছে।

তবে ভাত ছাড়াও মহানগর নাট্যমঞ্চের ক্যান্টিনের বার্গার আর স্যান্ডউইচের মতো সব ফাস্টফুট আগেই শেষ হয়ে যায়।

রাজনীতি