অবশেষে কাজাখস্তানের প্রেসিডেন্টের পদত্যাগ

অবশেষে কাজাখস্তানের প্রেসিডেন্টের পদত্যাগ

কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। টেলিভিশন ভাষণে তিনি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় রয়েছেন নুরসুলতান।

টেলিভিশন ভাষণে নুরসুলতান নাজারবায়েভ জানিয়েছেন, তিনি দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে সংস্কার করে গণতান্ত্রিক পদ্ধতি বহাল রাখতে চান। এ কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট নাজারবায়েভের প্রায় তিন দশক ধরে দেশটির প্রেসিডেন্ট পদে আসীন রয়েছেন।

সূত্র : বিবিসি

আন্তর্জাতিক