নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার রেশ কাটতে না কাটতেই এবার নেদারল্যান্ডসের উট্রাখ শহরে একটি যাত্রীবাহী ট্রামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুরস্কের এক নাগরিককে আটক করা হয়েছে। তবে ঠিক কোথা থেকে তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।
এ বিষয়ে সংবাদ মাধ্যম বিবিসির অনলাইনে বলা হয়েছে, ৩৭ বছর বয়সী সন্দেহভাজন ওই তুর্কি নাগরিকের নাম গোকমেন তানিস। হামলার কয়েক ঘণ্টা পর তাঁকে আটক করা হয়। তবে ঠিক কোথা থেকে আটক করা হয়, তা জানা যায়নি। কী উদ্দেশে এই হামলা চালানো হয়েছে তাও পরিষ্কার নয়।
স্থানীয় সময় গতকাল সোমবার বেলা পৌনে ১১টার দিকে টুয়েন্টি ফোর অক্তোবেরপ্লেইন জংশনের কাছে এ হামলার ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত তিনজন নিহত ও ৯ জন আহত হওয়ার খবর জানা গেছে।
এ ঘটনায় কর্তৃপক্ষ বলছে, হামলাটি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এমন হামলা চালিয়েছে।
এ ব্যাপারে ইউট্রেখট শহরের মেয়র জ্যান ভ্যান জানিন বলেন, ‘আমরা এখন একজন হামলাকারীর বিষয়ে জানতে পেরেছি। তবে এটা তিনও হতে পারে।’
এদিকে এ ঘটনার পর নিরাপত্তার কারণে স্থানীয় প্রশাসন প্রাথমিকভাবে নগরীতে সব ধরনের ট্রেন ও ট্রাম চলাচল বন্ধ করে দিয়েছিল। যদিও পরে কিছু কিছু যান চলতে শুরু করেছে।
উল্লেখ্য, এ ঘটনার তিনদিন আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে সন্ত্রাসী হামলা চালায় ব্রেন্টন ট্যারেন্ট নামে এক অস্ট্রেলীয় উগ্র বর্ণবাদী। এতে ৫০ জন নিহত হয়।