নিউজিল্যান্ডে দুটি মসজিদে হামলার প্রধান আসামি ব্রেনটন ট্যারেন্ট তার আইনজীবীকে বরখাস্ত করেছেন। শুধু তাই নয়, পরবর্তী শুনানিতে নিজেই আদালতে লড়বে বলে জানিয়েছে সে। সোমবার আদালত নিযুক্ত ট্যারেন্টের আইনজীবী রিচার্ড পিটার্স এ কথা জানিয়েছেন।
রিচার্ড পিটার্স জানান, ব্রেনটন ট্যারেন্ট নিজেই নিজের প্রতিনিধিত্ব করবেন আদালতে। তার শারীরিক ও মানসিক অবস্থা ভালো মনে হয়েছে। আগামী ৫ এপ্রিল ট্যারেন্টকে দ্বিতীয়বারের মতো আদালতে হাজির করা হবে।
গত শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।