চলমান বিশ্বমন্দায় ৬০ বছরের অভিজ্ঞতা ও নতুন নতুন পরিকল্পনাকে পুঁজি করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেছেন বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী।
রোববার বেলা ১১টায় চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ কথা বলেন।
আলী হোসাইন আকবর আলী বলেন, ‘দিন দিন এ শিল্পকে ভালো থেকে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। ৩ লাখ ৭৫ হাজার মেট্রিকটন উৎপাদন ক্ষমতা দিয়ে শুরু করেছিলাম আমরা। কিছু দিনের মধ্যেই সাড়ে ৫ থেকে ৬ লাখ মেট্রিকটনে পৌঁছে যাবো। আমাদের লক্ষ্য ৭ থেকে ৮ লাখ মেট্রিকটন।’
বিপুলসংখ্যক শেয়ার হোল্ডারের উপস্থিতিতে সভায় তিনি বলেন, ‘এ বছর কোম্পানি নিট মুনাফা অর্জন করেছে ৮৩ কোটি ৯২ লাখ টাকা। ২০১০ সালে মুনাফার পরিমাণ ছিল ৯৬ কোটি ৪৯ লাখ টাকা। কিন্তু গত বছরের চেয়ে পণ্য উৎপাদনের পরিমাণ ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৭ হাজার ৮৮৭ মেট্রিকটন।’
নিট মুনাফা কমে যাওয়ার কারণ হিসেবে তিনি ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কথা বলেন।
শেয়ার হোল্ডারদের আস্থার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিএসআরএম স্টিলসের চেয়ারম্যান বলেন, ‘২০০৬ সাল থেকে এ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও শেয়ারহোল্ডার। কোম্পানির উজ্জ্বলতর ভবিষ্যতের জন্য কর্মকর্তা-কর্মচারী, পরিচালকমণ্ডলী ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আরও কঠোর পরিশ্রম করবেন। চলমান অর্থনৈতিক পরিস্থিতিতেও আমরা কখনও পিছিয়ে যাবো না। আমার বাবা, আমি, আমার ছেলের ইস্পাত শিল্পে লব্ধ অভিজ্ঞতা দিয়েই এ প্রতিষ্ঠান এগিয়ে চলছে।’
সভায় কোম্পানির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক তপন সেনগুপ্ত, কোম্পানি সচিব শেখর রঞ্জন কর, প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুল কবির প্রমুখ।
সভায় জানানো হয়, ২০১১ সালে সরকারকে ১৪৫ কোটি টাকার রাজস্ব দিয়েছে বিএসআরএম স্টিল। এ ছাড়া প্রতিষ্ঠানটি অর্জন করেছে ‘বেস্ট এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার ২০১০’।
বার্ষিক সভায় কোম্পানির নিরীক্ষিত বার্ষিক হিসাব বিবরণী, পরিচালকমণ্ডলী ও নিরীক্ষকের রিপোর্ট অনুমোদিত হয়। এ ছাড়া পরিচালকমণ্ডলীর সুপারিশ করা ১৫ শতাংশ নগদ ডিভিডেন্ট অনুমোদন এবং সাবিন আমীর (বিএসআরএম’র পক্ষে) এবং তেহসীন জোহাইর তাহের আলীপরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হন।
২০১২ সালের জন্য সাইফুল শামশুল আলম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস নিরীক্ষক হিসেবে নিয়োগ পান।