সশস্ত্র গোষ্ঠী তালেবানের হামলায় আফগানিস্তানের সেনাবাহিনীর ২২ সদস্য নিহত হয়েছে। ১৬ মার্চ শনিবার দেশটির কায়সার জেলায় কয়েকটি চৌকিতে হামলা চালায় তালেবান সদস্যরা। প্রবল এ সংঘর্ষ শেষ হয় ১৭ মার্চ, রবিবার সকালে।
দেশটির কর্মকর্তারা সোমবার জানান, প্রাণহানির পাশাপাশি আহত হয়েছে আরও ২০ জন। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো। তালেবানের ব্যাপক হামলার কারণে শতাধিক আফগান সেনা পালিয়ে যেতে বাধ্য হয় বলে জানায় সংবাদ মাধ্যম।
এছাড়া, তীব্র প্রতিরোধের কারণে বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে সরকারি বাহিনী। এর আগে, গেল ৯ ফেব্রুয়ারি শারি পুল প্রদেশে তালেবানের হামলায় প্রাণ হারায় আট পুলিশ সদস্য।