লকারবি বোমা হামলার হোতা মেগরাহি মারা গেছেন

লকারবি বোমা হামলার হোতা মেগরাহি মারা গেছেন

আলোচিত লকারবি বোমা হামলার মূল হোতা আবদেল বাসেত আল মেগরাহি রোববার মারা গেছেন।

মেগরাহির ভাই আবদুল হাকিম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আল জাজিরা।

লিবিয়ার এই সাবেক গোয়েন্দা কর্মকর্তা ১৯৮৮ সালের আলোচিত লকারবি হামলার জন্য দায়ী। এ হামলায় ২৭০ জন মানুষ নিহত হয়।

মেগরাহির ভাই জানিয়েছেন, ইদানীং তার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটছিল। দূরারোগ্য ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করে রোববার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেগরাহি। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

তিনি আরো জানান, কয়েক সপ্তাহ ধরে মেগরাহিকে হাসপাতালে আনা নেওয়া করা হচ্ছিল। গত এপ্রিলে তাকে জরুরি ভিত্তিতে রক্ত দেওয়ার জন্য হাসপাতালে নেওয়া হয়।

স্কটল্যান্ডের লকারবি শহরে যাত্রীবাহী বিমানে বোমা হামলার অভিযোগ প্রমাণ হওয়ার পর অনেক দিন ধরে পশ্চিম স্কটলান্ডের গ্রিনোক কারাগারে বন্দি ছিলেন মেগরাহি। তার বিরুদ্ধে এ হামলার মামলা পরিচালিত হয় নেদারল্যান্ডসে।

২০০৮ সালের নভেম্বরে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত মেগরাহির অবস্থার অবনতি হওয়ায় তার আইনজীবী তাকে জামিনে মুক্তি দেওয়ার আবেদন করেন। পরে আদালত জামিন মঞ্জুর করলে স্কটিশ কারাগার থেকে মুক্তি পেয়ে মেগরাহি নিজ দেশ লিবিয়াতে ফিরে যান।

হামলার শিকার সেই প্যান অ্যাম বিমানের বেশিরভাগ যাত্রী ছিল যুক্তরাষ্ট্রের নাগরিক। এ কারণে মেগরাহিকে জামিনে মুক্তি দেওয়ার এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে যুক্তরাষ্ট্র।

লিবিয়ার প্রয়াত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি সরকারের গোয়েন্দা কর্মকর্তা ছিলেন আবদুল বাসেত আল মেগরাহি। তিনি লকারবি বোমা হামলার দায় এবং লিবিয়াতে গাদ্দাফি বিরোধী আন্দোলন চলাকালীন মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগও বরাবর অস্বীকার করেছেন।

আন্তর্জাতিক