‘আলোকিত নারী’ সম্মাননা পেলেন ডা. ফারহানা মোবিন

‘আলোকিত নারী’ সম্মাননা পেলেন ডা. ফারহানা মোবিন

চিকিৎসক, লেখক ও সমাজসেবক ফারহানা মোবিনকে চিকিৎসাসেবায় বিশেষ অবদান ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য ‘তরুণ আলোকিত চিকিৎসকের’ সম্মাননা প্রদান করেছে স্বাধীনতা সংসদ। শনিবার রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় উন্নয়নে নারী সমাজ’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডা. ফারহানা মোবিনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। স্বাধীনতা সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

সাবেক তথ্যসচিব ও স্বাধীনতা সংসদের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. আ ন ম মোশকাত উদ্দিন।
oফারহানা মোবিনের শিশু ও বড়দের স্বাস্থ্যবিষয়ক একাধিক বইও প্রকাশিত হয়েছে। এ ছাড়া বিভিন্ন অনলাইন পত্রিকায় নিয়মিত লেখালেখির পাশাপাশি দেশের বিভিন্ন সামাজিক সমস্যা ও প্রতিকার নিয়ে সামাজিক মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছেন। অনুষ্ঠানে মমতাজ হারবালের পক্ষ থেকে সব নারীকে মেহেদি উপহার দেওয়া হয়। সবশেষে একত্রে নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হয় অনুষ্ঠানের।

বাংলাদেশ শীর্ষ খবর