জিম্বাবুয়ের পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় ‘ইদাই’ আঘাত হেনেছে। এই ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরো বেশ কয়েকজন। দেশটির সরকারের বরাতে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা এ কথা জানিয়েছে।
জানা গেছে, ‘ইদাই’ ঘূর্ণিঝড়টির উৎপত্তিস্থল জিম্বাবুয়ের প্রতিবেশী দেশ মোজাম্বিক ও মালাওয়িতে। ঘূর্ণিঝড়টির শুক্রবার জিম্বাবুয়েতে আঘাত হানে।
জাতিসংঘ ও জিম্বাবুয়ের সরকার বলছে, এই ঝড়ের কবলে পড়ে আফ্রিকার তিনটি দেশের ১০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
জিম্বাবুয়েতে ওই ঝড়ে বহু বাড়িঘর, স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল ও পুলিশ স্টেশন ধসে পড়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।