যুক্তরাষ্ট্রের সাবেক এক নৌ সেনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ইরানি আদালত। ২০১৮ সালের জুলাইয়ে ইরানে আটক হন তিনি। ওই সেনার নাম মাইকেল হোয়াইট। মাইকেল হোয়াইটের আইনজীবী মার্ক জাইদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মাইকেল হোয়াইটের আইনজীবী বলেন, ইরানের সর্বোচ্চ নেতাকে অসম্মানের দায়ে মাইকেল হোয়াইটকে দুই বছরের সাজা দেওয়া হয়েছে। এছাড়া একটি ছবি পোস্ট করার দায়ে তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে ইরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত ওই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে ইরানের মাশাদে এক নারীর সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেপ্তার হন মাইকেল হোয়াইট। গত জানুয়ারিতে এই গ্রেপ্তারের কথা নিশ্চিত করে ইরান।
সূত্র: আল জাজিরা