নিউজিল্যান্ডের মসজিদে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে সারা বিশ্বে যখন প্রতিবাদ আর শোক জানাচ্ছে মানুষ, ঠিক সেই সময়, লন্ডনে এক মুসলিম যুবকের ওপর হামলা চালায় তিন অজ্ঞাত ব্যক্তি।
ব্রিটেনের সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিন ব্যক্তি পূর্ব লন্ডনের একটি মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় চিৎকার করে ইসলামবিরোধী কথাবার্তা বলছিল। তারা শুক্রবারের জুম্মার নামাজে অংশ নেওয়া মুসল্লিদের সন্ত্রাসী বলে চিৎকার করছিল। সে সময় বেশ কিছু মানুষ ওই গাড়িটি ধাওয়া করলে তারা এক ব্যক্তির ওপর হাতুড়ি নিয়ে হামলা চালায়।
হামলার ভিডিওটি সংবাদ মাধ্যমে ভাইরাল হয়। নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ আল-নূরি মসজিদে হামলা করে ৪৯ জন মুসলিমকে নৃশংসভাবে খুন করা ও বর্বরোচিত হামলার নিন্দা জানাতে এবং ইসলামোফোবিয়া, রেসিজমের বিরুদ্ধে ইস্ট লন্ডন মসজিদের ভেতরে লন্ডন মেয়র সাদিক খান, রোশনারা আলী এমপিসহ কমিউনিটির বিভিন্ন মানুষজন প্রতিবাদ জানাচ্ছিলেন ঠিক তখনই পাশের মসজিদের বাইরে আক্রমণের স্বীকার হলেন এই মুসলিম যুবক।
পুলিশ নিশ্চিত করেছে যে, এই ঘটনায় ২৭ বছর বয়সী এক ব্যক্তি মাথায় আঘাত পেয়েছেন। গাড়িটি দ্রুত ওই স্থান ত্যাগ করার আগ পর্যন্ত দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানিয়েছেন, পুলিশ সদস্যরা সেখানে পৌঁছানোর আগেই হামলাকারীরা গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশের কাছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই হামলাকারীরা শ্বেতাঙ্গ এবং তাদের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত চলছে। তবে কি কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনো নিশ্চিত নয়।