গত আট বছরে সিরিয়ায় যুদ্ধে অন্তত তিন লাখ ৭০ হাজার মানুষ মারা গেছে। নিহতদের মধ্যে এক লাখ ১২ হাজার বেসামরিক নাগরিক। পর্যবেক্ষণকারী একটি সংস্থা এ তথ্য জানিয়েছে বলে খালিজ টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, নিহতদের মধ্যে ২১ হাজার শিশু এবং ১৩ হাজার নারী রয়েছে।
২০১১ সালের ১৫ মার্চ সে দেশে সরকারবিরোধী বিক্ষোভের পর থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে লাখ লাখ মানুষ সে দেশ ছেড়ে পালিয়ে গেছে।