গোদাগাড়ীতে বাস উল্টে নিহত ২, আহত ৩০

গোদাগাড়ীতে বাস উল্টে নিহত ২, আহত ৩০

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সিঅ্যান্ডবি মোড়ে যাত্রীবাহী বাস উল্টে দু’জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

রোববার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোদাগাড়ীর পাম্পতলা এলাকার হারুন অর রশীদের ছেলে আজিজুল হক (৪২) ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেগুনবাড়ির আজাহার আলীর ছেলে বাবু (৩২)। এদের মধ্যে আজিজুল পথচারী এবং বাবু বাসের যাত্রী ছিলেন। স্বজনদের মাধ্যমে পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে।

আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

নিহতদের মধ্যে আজিজুল হকের লাশ তার স্বজনরা নিয়ে গেছে।

নিহত অপরজনের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে গোদাগাড়ী থানা পুলিশ।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া জিয়া ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১৪-৪১০৯) নামে যাত্রীবাহী বাসটি সিঅ্যান্ডবির মোড়ে পৌঁছলে পথচারী আজিজুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি তার মৃত্যু হয়।

পরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার উপরে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসযাত্রী বাবুর মৃত্যু হয়। এ ঘটনায় কমপক্ষে আরও ৩০ যাত্রী আহত হন।

ওসি আরও জানান, উদ্ধার কাজ চলছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে।

সকাল সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তার থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে বর্তমানে রাস্তার একপাশ দিয়ে যানবাহন চলছে।

বাংলাদেশ