ভারতে ছয়টি পরমাণু চুল্লি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র

ভারতে ছয়টি পরমাণু চুল্লি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র

ভারতে ছয়টি পরমাণু বিদ্যুৎ চুল্লি স্থাপনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে ভারতের সঙ্গে দু’দিনের বৈঠক শেষে এ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার উভয় দেশের এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, অসামরিক পরমাণু চুক্তি উভয় দেশের সম্পর্ককে আরো মজবুত করবে।

জানা গেছে, ভারতের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা আরো জোরদার করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যান্ড্রু থমসনের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখালের আলোচনা ফলপ্রসূ হয়েছে।

ওই সংলাপে ভারতে যুক্তরাষ্ট্রের পরমাণু বিদ্যুৎ চুল্লি নির্মাণের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন তারা।

সূত্র : রয়টার্স

আন্তর্জাতিক