সৌদির নারী অধিকারকর্মীদের আটকের একবছর পর বিচার শুরু

সৌদির নারী অধিকারকর্মীদের আটকের একবছর পর বিচার শুরু

সৌদি আরবের নারী অধিকারকর্মীদের আটকের পর এক বছর পেরিয়ে গেছে। বুধবার থেকে তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর বিশ্বব্যাপী সমালোচনার ঝড় বয়ে যাওয়ার পর নারী অধিকারকর্মীদের বিচার শুরু করল সৌদি।

রিয়াদের ক্রিমিনাল কোর্টের তরফ থেকে জানানো হয়েছে, আটক নারীদের মধ্যে বুধবার অন্তত ১০ জনের বিচার শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর লাইসেন্স দেয়ার জন্য এই নারীরা আন্দোলন করেছিলেন। পরে, সে দেশে গণহারে ধরপাকড়ের পর অর্থের বিনিময়ে ছেড়ে দেয়ার ব্যাপারে মুখ খুলেছিলেন। পরে গত বছরের মে মাসে তাদের আটক করা হয়।

এই নারীদের আটক করার পর থেকেই বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনা হয়েছে। তার পরেও এই অ্যাক্টিভিস্টদের বিচারকার্য শুরু করল সৌদি।

আন্তর্জাতিক