ফের হেরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ফের হেরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ইউরোপীয় ইউনিয়নের জোট থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটি খসড়া চুক্তি চূড়ান্ত করেছিলেন। পার্লামেন্টে তা প্রত্যাখ্যাত হয়েছে।

মঙ্গলবার ওই চুক্তির প্রতি সমর্থন আদায়ের জন্য পার্লামেন্টে পেশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এই ইস্যুতে দ্বিতীয়বারের মতো পরাজিত হয়েছেন থেরেসা মে।

খসড়া চুক্তিটি ব্রিটিশ পার্লামেন্টে ৩৯১-২৪২ ভোটে প্রত্যাখ্যাত হয়েছে। ১৪৯ ভোটের বড় ব্যবধানে হেরে গেছেন থেরেসা মে।

প্রসঙ্গত, একই ইস্যুতে গত জানুয়ারিতে থেরেসা মে’র প্রথম চেষ্টা ব্যর্থ হয়েছিল। সে সময় বিশাল ব্যবধানে তার চুক্তিটি প্রত্যাখ্যাত হয়। এ ধরনের নজির ব্রিটিশ পার্লামেন্টে নেই।

সূত্র : দ্য টেলিগ্রাফ, বিবিসি

আন্তর্জাতিক