জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে পটুয়াখালী জেলার কুয়াকাটায়। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উভয়ই দেখা যায়। পেছনে সমুদ্র, দুই পাশে অর্ধশতাধিক মাছ ধরার নৌকা আর মাঝখানে ইত্যাদির সেট। সাগরকন্যা কুয়াকাটার প্রাকৃতিক রূপ ও সাগরের ঢেউ তুলে ধরতে এবারের অনুষ্ঠানটি দিনে ও রাতে দুই সময়েই ধারণ করা হয়েছে। গোধূলি থেকে শুরু হয়ে রাত পর্যন্ত শুটিং হয়েছে। আশপাশে তেমন জনবসতি না থাকলেও অনুষ্ঠান শুরুর আগেই কানায় কানায় ভরে যায় দর্শক। আমন্ত্রিত দর্শক ছাড়াও অনেকে রাস্তার পাশে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করে। ২৯ মার্চ রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একসঙ্গে প্রচারিত হবে পর্বটি। রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত। নির্মাণে ফাগুন অডিও ভিশন। পরিবেশনায় কেয়া কসমেটিকস লিমিটেড।