বাজেটে পর্যটন খাতে বরাদ্দ বাড়বে : পর্যটন মন্ত্রী

বাজেটে পর্যটন খাতে বরাদ্দ বাড়বে : পর্যটন মন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান বলেছেন, আগামী বাজেটে পর্যটন খাতে সরকারের বরাদ্দ বাড়বে। শুধু তাই নয়, পর্যটনকে শক্তিশালী করতে জুনে তথ্য জরিপের কাজ শুরু হবে।

শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর উদ্যোগে পর্যটন বিষয়ে প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পর্যটন মন্ত্রী একথা বলেন।

আয়োজনের সহযোগিতায় ছিল বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি)। ইংরেজি দৈনিক নিউ এজ’র সম্পাদক নুরুল কবির আলোচনা সভা পরিচালনা করেন।

ফারুক খান বলেন, ‘সরকার সারাদেশে পর্যটন এলাকা চিহ্নিত করার কাজ করছে। এই কাজ শেষে পর্যটন এলাকার একটি তালিকা তৈরি করে পরবর্তীতে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। তালিকাবদ্ধ পর্যটন এলাকাগুলোকে কিছু সুযোগ-সুবিধা দেওয়া হবে।’

মন্ত্রী বেসরকারি উদ্যোগে আরো হোটেল মোটেল নির্মাণে বেসরকারি উদ্যেক্তাদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, ‘কেউ উদ্যোগ নিলে সরকার জমির ব্যাপারে সহযোগিতা করবে।’

আলোচনা সভায় ‘পর্যটন শিল্প উন্নয়নে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর প্রাক ভাবনা ২০১২’ এর ওপর প্রবন্ধ উপস্থাপন করেন টোয়াবের সভাপতি হাসান মনসুর।

প্রবন্ধে হাসান মনসুর বলেন, শিক্ষা-স্বাস্থ্য-কৃষি বিজ্ঞানের মতো পর্যটনের জন্যও জাতীয় বাজেটে অর্থ বরাদ্দ থাক প্রয়োজন। অন্যথায় আমাদের লক্ষ্যে পৌছানো সম্ভব নয়।

তিনি বলেন, বিশ্বের পর্যটনে যেমন দক্ষিণ এশিয়ার শেয়ার খুবই কম (০.৯৪) ঠিক তেমনি দক্ষিণ এশিয়ার পর্যটনে বাংলাদেশের শেয়ার খুবই (৩.৪১)।

শিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘দেশের পর্যটনকে শক্তিশালী করতে ট্যুরিজম বোর্ডকেও শক্তিশালী করতে হবে।’

ডাক ও টেলিযোগাযোগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, পহেলা বৈশাখকে ঘিরে দেশের জন্য ভালো পর্যটন হতে পারে। এজন্য মাসব্যাপী বৈশাখ উদযাপনের জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

পর্যটন বিষয়ক পাক্ষিক বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, ‘সরকার ট্যুরিজম বোর্ড গঠন করেছে দেশের পর্যটনকে শক্তিশালী করতে। অথচ ট্যুরিজম কিছুই করতে পারছে না।’ তিনি প্রশ্ন করে বলেন, ‘যে সংস্থা দিয়ে কাজ না হবে তা রেখে লাভ কি?’

ব্যবসায়ী নেতা আনোয়ার হোসেন বলেন, ‘ইরানের মতো রক্ষণশীল দেশও পর্যটনে এগিয়ে যাচ্ছে। অথচ আমরা মডারেট মুসলিম বলে দাবি করলেও এখাতে কিছুই করতে পারছি না।’

অর্থ বাণিজ্য