রবিবার ইথিওপিয়ান এয়ারলাইন্স-এর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে ১৫৭ জন আরোহীর সকলেই নিহত হয়। এদিকে, ওই উড়োজাহাজের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে।
ইথিওপিয়ান এয়ারলাইন্স-এর এক টুইট বার্তায় এ কথা জানানো হয়েছে।
জানা গেছে, সোমবার বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ উড়োজাহাজটির ডিজিটাল ফ্লাইট ডাটা রেকর্ডার (ডিএফডিআর) এবং ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) দুটি উদ্ধার করা হয়েছে।
ইথিওপিয়ান এয়ারলাইন্স জানায়, তদন্তকারী দল সোমবার উড়োজাহাজটির দুটি ব্ল্যাক বক্স, ডিজিটাল ফ্লাইট ডাটা রেকর্ডার (ডিএফডিআর) এবং ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) উদ্ধার করেছে।
সূত্র : সিএনএন