উত্তর কোরীয় নেতা কিম জং উনের সতভাইয়ের হত্যাকাণ্ডে অভিযুক্ত ইন্দোনেশীয় নারী সিতি আসিয়া মুক্তি পেয়েছেন। সোমবার মালয়েশিয়ার একটি আদালত আসিয়াকে মুক্তি দিয়েছে।
জানা গেছে, সিতি আসিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই পরিপ্রেক্ষিতে ওই রায় দিয়েছে আদালত।
মালয়েশিয়ার বিচারক জানিয়েছেন, সিতি আসিয়াকে মুক্তি দিয়েছে আদালত।
প্রসঙ্গত, ২০১৭ সালে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সতভাই কিম জং নামকে কুয়ালালামপুর বিমানবন্দরে খুন করা হয়। ইন্দোনেশীয় নারী সিতি আসিয়া ও ভিয়েতনামের নারী দোয়ান থি হুয়োং-এর বিরুদ্ধে ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
সূত্র : বিবিসি