এবার মাঝ আকাশে প্লেনে ঝাঁকুনি; আহত ৩০

এবার মাঝ আকাশে প্লেনে ঝাঁকুনি; আহত ৩০

মাঝ আকাশে টার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনে ঝাঁকুনির সৃষ্টি হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে। শনিবার আটলান্টিক মহাসাগরের ওপর এই ঘটনা ঘটে।

জানা গেছে, ইস্তাম্বুল থেকে টার্কিশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ মডেলের একটি প্লেন নিউ ইয়র্ক যাচ্ছিল। ফ্লাইটে ২১ জন ক্রু এবং ৩২৬ যাত্রী ছিল। প্লেনটি আটলান্টিক মহাসাগরের ওপরে ভয়ঙ্কর ঝাঁকুনির মুখে পড়ে। এর ৪৫ মিনিট পরে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছে প্লেনটি।

এ ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছে। তবে নিরাপদে যাত্রীদের নিয়ে নিউ ইয়র্ক বিমানবন্দরে অবতরণ করে প্লেনটি। পরে আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

সূত্র : দ্য টেলিগ্রাফ

আন্তর্জাতিক