জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান করার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প উন্নয়ন ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সংবিধান সংশোধন করে তা বাস্তাবায়নের প্রস্তাব করেন তিনি।
রবিবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব করেন। দুপুরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যক্রম শুরু হয়।
সালমান এফ রহমান বক্তব্যে বলেন, আমরা যারা রাজনীতি করি তারা বক্তব্য শেষ করার পর জয় বাংলা বলি। কিন্তু যারা সরকারি কর্মকর্তা তারা বলেন না। আমি একজন সরকারি কর্মকর্তাকে জিজ্ঞাসা করলাম আপনারা ‘জয় বাংলা’ বলেন না কেন? তিনি বললেন- আমরা সরকারি চাকরি করি, আমরা নির্দলীয়। যে ‘জয় বাংলা’ স্লোগানে বাংলাদেশ স্বাধীন হলো, দেশ স্বাধীন হয়েছে, যার জন্য উনারা (সরকারি কর্মকর্তা-কর্মচারী) পদে আছেন। সেই জয় বাংলা কী করে দলীয় স্লোগান হয়?
তিনি বলেন, রাষ্ট্রপতি সবার, তিনিও তার ভাষণ শেষ করেন জয় বাংলা বলে। আমি প্রস্তাব করছি- যেভাবে আমরা সংবিধান সংশোধন করে বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করেছি, সেভাবে সংবিধান সংশোধন করে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করতে হবে।
সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা কিছু করছেন তার সবই দেশের জন্য। নিজের জন্য কিছু করছেন না। তিনি করছেন দেশের জন্য, দেশের জনগণের জন্য। নিজের জন্য করলে তিনি অনেক কিছু করতে পারতেন।
তিনি বলেন, ১০ বছর আগে যদি আমাকে কেউ বলতো আগামী ১০ বছর পর দেশ এই জায়গায় চলে আসবে। তখন আমিও সেটা বিশ্বাস করতাম না। কিন্তু শেখ হাসিনার সততা ও দক্ষ নেতৃত্বের কারণে এটা হয়েছে। তিনি দেশকে আজ এই জায়গায় নিয়ে আসতে পেরেছেন।