ইন্টারনেটে কড়াকড়ির প্রতিবাদে রাশিয়ায় ব্যাপক বিক্ষোভ

ইন্টারনেটে কড়াকড়ির প্রতিবাদে রাশিয়ায় ব্যাপক বিক্ষোভ

ইন্টারনেটে সরকারিভাবে কড়াকড়ির প্রতিবাদে মস্কোর রাস্তায় নেমে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। মস্কো ছাড়াও আরো দুই শহরে রবিবার বিক্ষোভ করেছে জনতা। জানা গেছে, ওই বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা গত এক বছরের যে কোনো বিক্ষোভে অংশগ্রহণকারীর চেয়ে বেশি।

এর আগে গত মাসে সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, সে দেশে ইন্টারনেট ব্যবহারে কড়াকড়ির ব্যাপারে। সরকারিভাবে বলা হচ্ছে, পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে যেন সে দেশের কোনো নাগরিকের কারণে নেতিবাচক কোনো কিছু না ঘটে, সেই বিবেচনায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও সমালোচকরা বলছেন, এ ধরনের কড়াকড়ির ফলে জনগণের সামনে লোহার পর্দা ফেলার মতো অবস্থার সৃষ্টি হচ্ছে।

জনগণ বিক্ষোভ সমাবেশে স্লোগান দিয়েছে, ইন্টারনেটের তালা খুলে দিতে হবে, এক দফা এক দাবি রাশিয়ার ইন্টারনেট বাঙা চলবে না।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে ১৫ হাজারের বেশি মানুষ ওই সমাবেশে হাজির হয়েছিল। যদিও মস্কো পুলিশ বলছে, পাঁচ হাজারের কাছাকাছি হবে সংখ্যাটা।

আন্তর্জাতিক