কলম্বিয়ায় প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ১৪

কলম্বিয়ায় প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ১৪

কলম্বিয়ায় একটি ডিসি-৩ প্লেন বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর তারাইরার মেয়র দরিস ভিয়েগাস, তার স্বামী ও কন্যাও ছিলেন।

স্থানীয় সময় শনিবার আন্দিজ পর্বতমালা ও ল ইয়ানস তৃণভূমির সংযোগ এলাকা ভিয়াভিসেন্সিওতে এ দুর্ঘটনা ঘটে। ডগলাস ডিসি-৩ মডেলের যুক্তরাষ্ট্রে নির্মিত দুই ইঞ্জিনের এই প্রপেলার প্লেনটি স্যান হোস দেল গুয়াভিয়ার থেকে ভিয়াভিসেন্সি শহরে যাচ্ছিল।

ভিয়াভিসেন্সির অ্যারোনটিক্যা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
তারা জানিয়েছে, ডিসি-৩ প্লেনটির একটি ইঞ্জিন বন্ধ হয়ে গেলে পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেন। এরপর এটি সংশ্লিষ্ট এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ারের সঙ্গে যোগাযোগ হারায়। তারপর আগুন ধরে এটি বিধ্বস্ত হয়ে যায়। এতে সব আরোহী নিহত হয়।

দুর্ঘটনায় সপরিবারে মেয়র ছাড়াও প্রাণ হারিয়েছেন প্লেনের পাইলট ও মালিক হেইমে ক্যারিয়ো, কো-পাইলট হেইমে হেরেরা এবং এয়ারলাইন্স বিশেষজ্ঞ আলেক্স মোরেনো।

আন্তর্জাতিক