অ্যাকশন সিনেমা আর করবেন না জ্যাকি চ্যান

অ্যাকশন সিনেমা আর করবেন না জ্যাকি চ্যান

জ্যাকি চেনের মনোমুগ্ধকর একই সঙ্গে কৌতুককর অ্যাকশন দৃশ্য আর দেখা যাবে না। গত শুক্রবার ফ্রান্সে অনুষ্ঠিত কান উৎসব থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

‘শ্বাসরুদ্ধকর একই সঙ্গে হাস্যকর’ অ্যাকশন দৃশ্যে এমন অসাধারণ মিশেল সিনেমায় সম্ভবত কোনো অভিনেতা দেখাতে পারেননি।

সর্বশেষ তাকে কারাতে কিডস সিনেমায় মার্শাল আর্টের শিক্ষকের ভূমিকায় দেখা গেছে। সামনে মুক্তি পেতে যাওয়া ‘চায়নিজ জোডিয়াক’ হতে যাচ্ছে তার অভিনীত শেষ অ্যাকশন সিনেমা। এটি তার ক্যারিয়ারের শততম সিনেমা।

হংকংয়ে জন্ম নেওয়া চীনা বংশোদ্ভূত ৫৮ বছর বয়সী এ অভিনেতা ও পরিচালক কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন ‘চায়নিজ জোডিয়াক’ ছবির প্রচারণার জন্য। এখানেই তিনি অবসরের ঘোষণা দেন। ‘সত্যি সত্যি ক্লান্ত’  হয়ে পড়েছেন বলেই অ্যাকশনধর্মী সিনেমাতে অভিনয়ে ইতি টানছেন তিনি।

অ্যাকশনধর্মী বাদে অন্য চলচ্চিত্রে অভিনয় চালিয়ে যাবেন জ্যাকি। শুধু একজন অ্যাকশন তারকা নয় এশিয়ার রবার্ট ডি নিরো হতে চান তিনি।

চীনা আরেক অ্যাকশন হিরো ব্রুস লির বিখ্যাত চলচ্চিত্র ফার্স্ট অব ফিউরি এবং এন্টার দ্য ড্রাগনে স্টান্টম্যান হিসেবে কাজের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন জ্যাকি চ্যান। পরে অসাধারণ শারীরিক কসরত আর অভিনয় নৈপুণ্য তাকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়।

তার বিখ্যাত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- রাশ আওয়ার, সাংহাই নাইট, সাংহাই নুন। অ্যাকশন সিনেমায় প্রথম আলোড়ন তোলেন ১৯৭৮ সালে মুক্তি পাওয়া শেক ইন দ্য ইগলস শ্যাডো চলচ্চিত্রে অভিনয় করে।

মার্শাল আর্টভিত্তিক কমেডি ফিল্মের জনপ্রিয়তা তার মাধ্যমেই বিকাশ লাভ করে। মার্শাল আর্টে তার দক্ষতা তাকে হলিউডেও খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা এনে দেয়।

অ্যাকশনধর্মী চলচ্চিত্র আকাশ ছোঁয়া জনপ্রিয়তা এনে দিলেও সহিংসতা পছন্দ করেন না জ্যাকি। তার মনে হয়, বর্তমান বিশ্ব বড্ড বেশি সহিংস হয়ে উঠেছে। সহিংসতাকে প্রচণ্ড ঘৃণা করেন জ্যাকি চ্যান।

বিনোদন