স্টেটসম্যান’র অভিনব আবিষ্কার ভারতীয় তরুণীদের প্রশিক্ষণ দেবে হুজি!

স্টেটসম্যান’র অভিনব আবিষ্কার ভারতীয় তরুণীদের প্রশিক্ষণ দেবে হুজি!

বাংলাদেশের নিষিদ্ধঘোষিত জঙ্গি গোষ্ঠী হরকাত-উল জিহাদ আল ইসলামি (হুজি)ভারতে হামলার উদ্দেশ্যে সে দেশের তরুণীদের জঙ্গি প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে বলে দাবি করেছে ভারতীয় দৈনিক ‘দ্য স্টেটসম্যান’।

অভিনব এ খবরের আবিষ্কর্তা ইংরেজি দৈনিক স্টেটসম্যান।  এ সংক্রান্ত এক প্রতিবেদনে পত্রিকাটি দাবি করেছে- এরই মধ্যে প্রশিক্ষণ গ্রহণের জন্য বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় সীমান্ত অঞ্চলে অপেক্ষা করছে হুজির বাছাই করা ভারতীয় ওই তরুণীরা।

গত ১৭ মে স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনটি ১৮ মে নিউইয়র্ক ডেইলি নিউজ-এর ভারতীয় সংস্করণে হুবহু প্রকাশ করা হয়।

ভারতের একটি সরকারি গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে বলেও দাবি করেছে পত্রিকাটি।

প্রতিবেদনে গোয়েন্দা সংস্থার সূত্র উল্লেখ করে বলা হয়েছে, ভারতের অভ্যন্তরে নিরাপদে সন্ত্রাসী কার্যক্রম চালানোর উদ্দেশ্যেই হুজি এ পরিকল্পনা করেছে। ভারতের সংখ্যালঘু অধ্যুষিত বাংলাদেশ সীমান্তবর্তী জলপাইগুড়ি, কুচবিহার, দার্জিলিং এবং উত্তর দিনাজপুর এলাকা থেকে বাছাই করা ১৫ থেকে ২৫ বছর বয়সী এসব তরুণীকে সশস্ত্র প্রশিক্ষণের জন্য বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করছে হুজি।

প্রতিবেদনে জানানো হয়েছে, হুজি বাছাই করা তরুণীদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর জন্য বিভিন্ন ছিটমহল ব্যবহার করার পরিকল্পনা করেছে। দেউতি, দাহালা, খাগড়াবাড়ি, কাজলদীঘির মত রুটগুলোকে এজন্য বেছে নেওয়া হবে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় এসব তরুণী তাদের বৈধ পরিচয়পত্র ব্যবহার করে সেদেশে অবাধে চলাফেরা করতে পারবে বলেই এমন পরিকল্পনা আঁটা হয়েছে বলে ভারতীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে পত্রিকাটি।

পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীটি ভারতের বিভিন্ন জেলায় তাদের প্রতিনিধি পাঠিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হুজি সদস্য মুফতি ইব্রাহিম ওরফে জালাউদ্দিন ভারতীয় সিআইডির হাতে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এ তথ্য স্বীকার করে বলে প্রতিবেদনে জানানো হয়। জালাউদ্দিনের বিরুদ্ধে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কমপক্ষে দু’বার হত্যার চেষ্টাসহ নানা সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে বলেও উল্লেখ করে পত্রিকাটি।

এদিকে, এই পরিকল্পনা প্রকাশের পর পুলিশকে পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে তীক্ষ্ম নজরদারি অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। তাছাড়া সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে বিএসএফকেও সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানিয়েছে পত্রিকাটি।

অন্যান্য