কেন নাম পাল্টেছেন বরুণ ধাওয়ান?

কেন নাম পাল্টেছেন বরুণ ধাওয়ান?

বরুণ ধাওয়ানের নতুন নাম জানেন? বরুণ জাফর ধাওয়ান! টুইটার পেজে তা-ই দেখা গেছে। এই পেজ থেকে ‘কলঙ্ক’ ছবিতে নিজের ফার্স্ট লুক প্রকাশ করেছেন তিনি। টুইটারে লিখেছেন, ‘চরম বিপদের মুখোমুখি হতে হয়েছে। মনে হচ্ছে যেন নরক দেখে এলাম! তাই বন্ধুরা, জাফরকে দেখুন।’ আর টুইটারে প্রযোজক করণ জোহর ‘কলঙ্ক’র পোস্টার দিয়ে লিখেছেন, ‘জাফর হয়ে আসছেন বরুণ। জীবন আর বিপদের সঙ্গে ছিনিমিনি খেলে জাফর।’ ইনস্টাগ্রামে করণ জোহর আরেকটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায়, একটি নৌকায় বসে আছেন আলিয়া ভাট আর বরুণ ধাওয়ান। নৌকা চালাচ্ছেন বরুণ। বরুণকে নিয়ে করণ জোহর খুবই উত্তেজিত। নিজের উত্তেজনা ধরে রাখতে পারেননি। শুরুতেই বরুণের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘বরুণের লুক এখানে একেবারই অন্য রকম।’

করণ জোহরের মতে, ‘কলঙ্ক’ ছবির কাহিনি অশান্ত সম্পর্ক আর শাশ্বত প্রেম নিয়ে, যা একসময় খুঁজে পায় ছন্দ। গত শতকের চল্লিশের দশকে স্বাধীনতা এবং দেশভাগের জন্য যে লড়াই হয়, তা নিয়েই গল্প।

গতকাল বৃহস্পতিবার ‘কলঙ্ক’ ছবির ফার্স্ট লুক প্রকাশ করে করণ জোহর লিখেছেন, ‘ছবিটি আমার হৃদয়ে জন্ম নিয়েছে প্রায় ১৫ বছর আগে। ছবির গল্পটি আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। এটা আমার বাবার (যশ জোহর) শেষ ছবি। এই ছবির কাজ করতে করতেই তিনি প্রয়াত হন। “কলঙ্ক” ছিল তাঁর স্বপ্নের ছবি। আমি তখন তাঁর স্বপ্নকে পূরণ করতে পারিনি। কারণ ওই সময় ভেঙে পড়েছিলাম। কিন্তু এখন তাঁর সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে পেরেছি।’

এই ছবির পরিচালক অভিষেক বর্মণ। ‘কলঙ্ক’ ছবিতে আরও অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর, সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, সোনাক্ষী সিনহা প্রমুখ। নির্মাতা জানালেন, শিগগিরই পর্যায়ক্রমে এই ছবিতে তাঁদের লুকও প্রকাশ করা হবে। সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রিতম। প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। ছবিটি ১৯ এপ্রিল মুক্তি পাবে।

বিনোদন