মার্কিন মহাকাশযান ‘স্পেস এক্স ড্রাগন ডেমো ক্যাপসুল’ পৃথিবীতে ফিরেছে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অভিযানের বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত সংগ্রহ শেষে গত সপ্তায় এটি পৃথিবীতে ফিরে এসেছে।
দুই নভোচারী থমাস পেসকেট এবং শেন কিমব্রো মার্কিন মহাকাশযান নির্মাণ সংস্থা স্পেস এক্স-এর এই ক্যাপসুলটিকে মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবীর উদ্দেশ্যে ফেরত পাঠান। পাঁচ ঘণ্টার যাত্রা শেষে এটি ক্যালিফোর্নিয়ায় প্রশান্ত মহাসাগরের বাজা উপকূলে নিরাপদে অবতরণ করে।
পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর চারটি প্যারাশুট নিয়ে অবতরণ করে ক্যাপসুলটি। অবতরণ প্রায় ০৮:৪৫ ইএসটি (১৩:৪৫ জিএমটি)-এ ঘটেছে। সেখানে আগে থেকে অপেক্ষমান জিও সার্চার নামের একটি বোট সেটি উদ্ধার করে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, মহাকাশযানটি সংস্থার গবেষণা কাজের জন্য প্রায় সাড়ে পাঁচ হাজার পাউন্ড রসদ ও বৈজ্ঞানিক উপাত্ত নিয়ে ফিরে এসেছে পৃথিবীতে।
সূত্র : বিবিসি