পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ এখন আর ৪০ বছর আগের বাংলাদেশে নেই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ১ কোটির বেশি প্রবাসী দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছেন। প্রবাসীরা দেশের স্বাধীনতা সংগ্রামেও অবদান রেখেছেন। তাই বর্তমান সরকার প্রবাসীদের গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, আমরা সবাইমিলে পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি পরিশ্রমের বিকল্প নেই। পরিশ্রম করলে ফল পাওয়া যায়। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন আর বেশি দূরে নয় বাংলাদেশের আজকের প্রজন্ম লন্ডনের চেয়েও বেশি সুযোগ-সুবিধা পাবে।
আজ শুক্রবার দুপুরে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ১৯তম বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরি-উক্ত কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ট্রাস্টের চেয়ারম্যান এম এ নুর এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাসনাত আহমদ ও সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, স্থানীয় সরকার সুনামগঞ্জের উপপরিচালক এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম, ট্রাস্টি নুরুল হক লালা, মুহিব উদ্দিন চৌধুরী, আব্দুল হালিম, আব্দুস শহীদ, আব্দুল মুকিত চুনু, ড. ছানাওর চৌধুরী, সাজ্জাদুর রহমান, জগন্নাথপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সমাজকর্মী বদরুল ইসলাম প্রমুখ।
সভায় মেধাবী দরিদ্র ও উচ্চশিক্ষা ক্যাটাগরিতে ৫ শতাধিক শিক্ষার্থীর মধ্যে ২৫ লাখ টাকার বৃত্তি বিতরণ করা হয়।