দীর্ঘদিন ধরে বাংলাদেশের কারাগারে আটক দশ ভারতীয় নাগরিককে ভারতে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে একটি ভারতীয় পত্রিকা।
এই ভারতীয়রা দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের ব্রাহ্মনবাড়িয়া কারাগারে আটক আছেন বলে জানা গেছে। দেশে ফিরিয়ে আনার উদ্যোগ শুরু হওয়ার খবরে এই ভারতীয় বন্দিরা নতুন করে আশাবাদী হতে শুরু করেছে বলে জানিয়েছে পত্রিকাটি।
ত্রিপুরা রাজ্যের রেডক্রস ইতিমধ্যেই এই বন্দিদের দেশে ফেরত আনতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন শুরু করেছে বলে জানা গেছে।
বন্দিদশা তাদের উদ্ধারের উদ্যোগ নেওয়ায় ভারতের রেড ক্রস সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এই বন্দিরা।
এই ভারতীয় নাগরিকদের প্রত্যেককেই অবৈধভাবে বাংলাদেশের প্রবেশের দায়ে আটক করা হয়। যথাযথ কূটনৈতিক উদ্যোগের অভাবে বাংলাদেশের আদালত এদের প্রত্যেককে ছয় বছরের কারাদ- প্রদান করা হয়।
তবে ছয় বছরের কারাবাস শেষ হলেও আমলাতান্ত্রিক ও কূটনৈতিক জটিলতায় তারা আর কারাগার থেকে বেরিয়ে দেশে ফেরত যেতে পারেননি। আটক বন্দিদের প্রত্যেকের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানা গেছে। এদের মধ্যে বেশিরভাগই দীর্ঘ দশবছরের বেশি সময় ধরে কারাগারে আটক আছেন।
সম্প্রতি তাদের ব্যাপারে জানতে পেরে বাংলাদেশের রাজধানী ঢাকাস্থ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নয়াদিল্লিতে তাদের ভারতীয় প্রতিপক্ষকে এ ব্যাপারে জানালে তাদের ভারতে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে উদ্যোগ নেয় ভারতীয় রেডক্রস। ত্রিপুরা রেডক্রস দশ বন্দির আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে এদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়।
বন্দিদের পরিবারগুলো অশিক্ষিত ও দরিদ্র হওয়ায় স্বজনদের মুক্তির ব্যাপারে কোনো উদ্যোগ নিতে তারা ব্যর্থ হয় বলে জানায়ত্রিপুরা রেডক্রস। আশা করা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই এই দশ বন্দি বাংলাদেশের কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ দেশে ফেরত যেতে সক্ষম হবেন।