‘কাল আমার জন্য ঈদের দিন, এতো প্রতিক্ষার পর দেখব যদি একদিন ছবি। পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ মামার আশা আল্লাহ পুরণ করুক। সবাই দোয়া করবেন।
কথা যদি একদিন চলচ্চিত্রের শিশু অভিনেত্রী রাইসা’র। রাইসার ফেসবুক আইডি রয়েছে। সেটাতেই শুদ্ধ ভুল বানানে মিশ্রিত স্ট্যাটাস দিয়েছেন রাইসা। আগামীকাল সারাদেশে একযোগে মুক্তি পাচ্ছে ‘যদি একদিন’ চলচ্চিত্রটি। ছবির মূখ্য চরিত্রে অভিনয়ে করেছেন তাহসান, শ্রাবন্তী ও তাসকিন আহমেদ।
তবে নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ চলচ্চিত্রের মূখ্য অভিনয় শিল্পী হিসেবে রাইসা’কেই মনে করছেন। তিনি বলেন, এখানে প্রত্যেকেই মূখ্য হলেও রাইসা ছবির গল্প জুড়ে রয়েছে। দর্শক খুঁজে পাবেন নতুন গল্প।
বিশ্ব নারী দিবসকে সামনে রেখে আসছে ৮ই মার্চ মুক্তি পেতে যাচ্ছে নতুন ছবি ‘যদি একদিন’। তাহসান, শ্রাবন্তী ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, আনন্দ খালেদ, সুজাত শিমুল, নাজিবা, মিলি বাশার প্রমুখ। ছবির কাহিনী নিয়ে জানা যায়, ছোট্ট রাইসার সঙ্গে ছবির নায়ক তাহসানের বাবা-মেয়ের এক দারুণ রসায়ন ফুটে উঠেছে।
সেই সঙ্গে তাহসান-শ্রাবন্তীর প্রেম-বিরহের কিছুটা আঁচ পাওয়া যাবে গল্পে। ছবির নির্মাতা ও অভিনয়শিল্পীরা ‘যদি একদিন’ নিয়ে বেশ আশাবাদী।