তালেবান হামলায় অন্তত ১৭ বিদেশী সেনা নিহত হয়েছেন

তালেবান হামলায় অন্তত ১৭ বিদেশী সেনা নিহত হয়েছেন

কাবুল, ২৯ অক্টোবর: আফগানিস্তানে ন্যাটোর সমরযানে তালেবান হামলায় অন্তত ১৭ বিদেশী সেনা নিহত হয়েছেন। তালেবানদের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। ন্যাটো আত্মঘাতি বোমা হামলার কথা স্বীকার করে বলেছে, তাদের ১৩ সেনা নিহত হয়েছেন। ন্যাটোর নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্স বা ইসাফের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

শনিবার সাড়ে ১১টার দিকে রাজধানী কাবুলের দক্ষিণ-পশ্চিমে এ হামলার ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে ডন নিউজ জানিয়েছে, হতাহতের মধ্যে ১০ বিদেশী সেনা, তিন বেসামরিক লোক ও এক পুলিশ রয়েছেন।

নামপ্রকাশ না করা পশ্চিমা সেনাবাহিনীর এক সদস্যের বরাত দিয়ে ডন জানিয়েছে, ন্যাটোর আমেরিকান সেনাদের বাস লক্ষ্য করে ওই হামলাটি চালানো হয়। তিনি বলেন, “হতাহতদের মধ্যে ১০ বা ১১ জনই আমেরিকান।”

আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সিদ্দিক সিদ্দিকী হামলার সত্যতা স্বীকার করে জানান, এতে তিন বেসামরিক ও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তবে বিদেশী সেনা নিহতের ব্যাপারে তিনি কিছু জানাননি।

আন্তর্জাতিক