মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক মার্কিন ফার্স্ট লেডি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও নিউ ইয়র্কের সিনেটর হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রে ২০২০ সালে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।
এক সাক্ষাৎকারে নিউইয়র্কের নিউজ ১২ টিভি চ্যানেলকে হিলারি ক্লিনটন নিজেই এ কথা জানিয়েছেন।
এর আগে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে হিলারি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান।
গত বছরই হিলারি জানিয়েছিলেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হতে পারেন তিনি। কিন্তু এবার গণমাধ্যমের সাক্ষাৎকারে হিলারি এই প্রথম নির্বাচনে না লড়ার বিষয়টি নিশ্চিত করলেন।
ভবিষ্যতে কোনো পদের জন্য লড়বেন কিনা- এ প্রশ্নের জবাবেও হিলারি এমন সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন।