ভারতের বাজারে ‘মোদি শাড়ি’! চাঞ্চল্য জনমনে

ভারতের বাজারে ‘মোদি শাড়ি’! চাঞ্চল্য জনমনে

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের সেন্ট্রাল মুম্বাই এলকার পানেরি ক্লোথ স্টোর নামের একটি দোকান থেকে ভারতীয় নাগরিক গোকাল তার স্ত্রীর জন্য একটি শাড়ি কিনেছেন। তবে এই শাড়ি অন্য সকলের ভালো নাও লাগতে পারে। কারণ এই শাড়িতে নরেন্দ্র মোদির চেহারা প্রিন্ট করা রয়েছে।

শাড়ি কেনার পর গোকাল ফরাসি সংবাদসংস্থা এএফপিকে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেহারাযুক্ত এই শাড়িটি খুবই চমৎকার। আমার স্ত্রী এটা খুব পছন্দ করেন। আগামী মে মাসে ভারতের জাতীয় নির্বাচনের আগে এই দোকানের মোদির চেহারাযুক্ত শাড়ি খুব সাড়া ফেলেছে সাধারণের মধ্যে।

বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে ওই নির্বাচনে লড়বেন ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদি।

প্রধান বিরোধী দল কংগ্রেসের হয়ে মোদির বিপক্ষে ওই নির্বাচনে লড়বেন রাহুল গান্ধী। এই সপ্তাহেই নির্বাচনের দিন তারিখ ঘোষণার কথা রয়েছে।

নির্বাচনী প্রচারণার সময় প্রার্থীর চেহারাযুক্ত শাড়ি ও মুখোশ পরিধান করা ভারতীয় রাজনীতিতে খুব পরিচিত একটি বিষয়। নরেন্দ্র মোদির ছবিযুক্ত শাড়ি এরইমধ্যে বাজারে আসলেও রাহুল গান্ধীর ছবিযুক্ত শাড়ি বাজারে এখনও চোখে পড়েনি।

আন্তর্জাতিক