ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শ্রীলঙ্কান ক্রিকেটারদের ম্যাচ গড়পেটার জন্য ১০ কোটি রূপি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন জুয়াড়ি সনু যুগেন্দ্র জালান ওরফে মালাদ। গ্রেফতার হওয়া এই জুয়াড়ি ক্রাইম ব্রাঞ্চের কাছে আরও বলেছে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারও এর সঙ্গে জড়িত।
গত বৃস্পতিবার মুম্বাই কাইম ব্রাঞ্চ লোখয়ান্দওয়ালার একটি বিল্ডিংয়ে অভিযান চালিয়ে মালাদসহ দেবেন্দ্র কোথারি ও ভাইয়াজি নামের দুই জুয়াড়িকে গ্রেফতার করে। মূলত ক্রিকেট গড়পেটার সঙ্গে জড়িত চক্র ওই বিল্ডিংয়ে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি ল্যাপটপ, ভিডিও রেকর্ডাস, কম্পিউটার, ২৫টি মোবাইলফোন ও নগদ ৫ লাখ ১৮ হাজার রূপি জব্দ করে পুলিশ।
ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা ধারণা করছেন গ্রেফতারকৃতরা ক্রিকেট গড়পেটার আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, কোথারি ও সনুর বেটিং (জুয়া) নেটওয়ার্ক রয়েছে। মূলত মাফিয়া চোটা শাকিলের ছত্রছায়ায় ভারতের বিভিন্ন প্রদেশে গড়াপেটার ব্যবসা নিয়ন্ত্রণ করে তারা। এক মামলায় দেখা গেছে, ভারত ছাড়াও আফগানিস্তান, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরবে মক্কেল রয়েছে এই দুইজনের।
পুলিশের অ্যাডিশনাল কমিশনার দেবেন ভারতী বলেন, ‘আমরা খবর পেয়েছি যে এই গাং আইপিএলে ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত। এমন তথ্যের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে। তারা খুবই সংগঠিত। ফিক্সিং করার জন্য সবধরনের সফটওয়্যার রয়েছে তাদের। যার মাধ্যমে তারা চালিয়ে যাচ্ছে গড়পেটার ব্যবসা।’