মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ২০২০ সালে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন হিলারি ক্লিনটন। এর আগে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেটিক দলের হয়ে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়েছিলেন তিনি।
বিশ্ববাসীর ধারণা ছিল, প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটন নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। তবে সবাইকে অবাক করে দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প।
নিউইয়র্ক’স নিউজ ১২ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে হিলারি ক্লিনটন বলেন, আমি লড়ছি না। তবে আমি যা বিশ্বাস করি সে অনুযায়ী কাজ করবো, কথা বলবো এবং সে পথেই থাকবো।
ভবিষ্যতে হিলারি ক্লিনটন কোনো সরকারি প্রতিষ্ঠানে কাজ করবেন কিনা সে ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আমি চিন্তা করিনি।