পাঁচ বছর পর উমরাহ পালনে যাচ্ছে গাজার আটশ ফিলিস্তিনি

পাঁচ বছর পর উমরাহ পালনে যাচ্ছে গাজার আটশ ফিলিস্তিনি

পাঁচ বছর পর গাজার আটশ ফিলিস্তিনি উমরাহ পালনের জন্য গাজা উপত্যকা থেকে বের হতে পেরেছে। মক্কা যাওয়ার জন্য প্রাথমিকধাপে তারা মিসরে পৌঁছেছে।

এর আগে ২০১৪ সাল থেকে গাজা উপত্যকা থেকে কোনো ফিলিস্তিনি উমরাহ পালনের জন্য বের হতে পারেনি। জানা গেছে, ওই আটশ ওমরাহ পালনকারীকে বাসে করে কায়রো বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে।

তবে ওই আটশ ফিলিস্তিনির মধ্যে ১৫ জনকে কাগজপত্রে ত্রুটির কারণে আটকে দেয়া হয়েছে বলে মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে প্রতিবছর আড়াই হাজার ফিলিস্তিনি গাজা উপত্যকা থেকে মিসর হয়ে সৌদি আরবে হজ পালনে যেতে পারেন। কেবল রাফা সীমান্ত দিয়ে মিসরে যাওয়ার ক্ষেত্রে ইসরায়েলি বাহিনী কোনো নিয়ন্ত্রণ আরোপ করে না বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদি প্রায় ১০ মাস ধরে সেখানকার পরিস্থিতিও অনেকটাই কঠোর হয়েছে।

আন্তর্জাতিক