ইমরানকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি পাকিস্তানের

ইমরানকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি পাকিস্তানের

প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি উঠেছে। এই দাবি তুলেছেন পাকিস্তানের সরকারদলীয় রাজনীতিবিদরা। তাদের অভিমত, ভারত এ পাকিস্তানের মধ্যে ‘উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখার’ স্বীকৃতি স্বরূপ ইমরানকে এই পুরস্কার দেওয়া উচিত।

ইমরান খানকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জোরালো করতে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে একটি প্রস্তাব জমা দিয়েছেন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। আজ সোমবার এ প্রস্তাবের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ন্যাশনাল অ্যাসেম্বলিতে জমা দেওয়া প্রস্তাবে বলা হয়েছে, আটক ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমানকে ভারতের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা প্রশমনে ভূমিকা রেখেছেন ইমরান খান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ও তালেবানের মধ্যে চলমান শান্তি আলোচনাতেও ইমরানের ভূমিকা রয়েছে। তাই তার নোবেল পুরস্কার পাওয়া উচিত।

সূত্র : খালিজ টাইমস

আন্তর্জাতিক