ইউরোপের শ্রম বাজারে সুযোগ গ্রহণে সরকারের প্রতি আহ্বান

ইউরোপের শ্রম বাজারে সুযোগ গ্রহণে সরকারের প্রতি আহ্বান

ইউরোপের শ্রম বাজারে সুযোগ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইমিগ্রেশন এডভাইজরস ফোরাম ইউকে’র কনসালট্যান্ট ব্যারিস্টার মির্জা জিল্লুর রহমান।

শুক্রবার ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে ইমিগ্রেশন এডভাইজরস ফোরাম ইউকে এবং বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

মির্জা জিল্লুর বলেন, ফ্রান্স, সুইডেন, নরওয়ে, জার্মান, ডেনমার্কসহ ইউরোপের ২৪টি দেশ যৌথ ইমিগ্রেশন নীতি ও এসাইলেম নীতি ঘোষণা করেছে। এ সুযোগ কাজে লাগিয়ে আগামী দুই বছরে ইউরোপে ১০ লাখ দক্ষ-অদক্ষ কর্মীর যাওয়ার সুযোগ হতে পারে।

তিনি বলেন, এজন্য সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে এখনই ইমিগ্রেশন পলিসি গ্রহণ করা উচিত।

এ কর্মসংস্থানের সুযোগের কথা বলে কেউ আবার প্রতারণার আরেকটা ক্ষেত্র তৈরি করছে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা জিল্লুর বলেন, ‘একজন আইনজীবী হিসেবে আমি এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারি না। এ বিষয়টি দেখতে হবে সরকারকে।’

এতে আরো উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনটির বাংলাদেশ অফিসের সমন্বয়ক হারুনুর রশিদ প্রমুখ।

অর্থ বাণিজ্য