জাতিসংঘের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে গত ১৭ মে নিউইয়র্কস্থ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে একটি কর্মশালার আয়োজন করা হয়।
‘ডুয়িং বিজনেস উইথ ইউএন’ শীর্ষক ওই কর্মশালায় জাতিসংঘের সঙ্গে কিভাবে ব্যবসার সুযোগ গ্রহণ করতে হবে তা তুলে ধরা হয়।
কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ড. এ.কে. আব্দুল মোমেন।
তিনি বলেন, ‘বাংলাদেশি ব্যবসায়ীরা এ কর্মশালা থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে জাতিসংঘের সঙ্গে ব্যবসার সুযোগ গ্রহণ করতে পারবে।’
কর্মশালায় জাতিসংঘ প্রকিউরমেন্ট (সংগ্রহ) বিভাগের পরিচালক দিমিত্রি ডভগোপলি জাতিসংঘের সঙ্গে ব্যবসার প্রক্রিয়া সম্পর্কে বিশদ বিবরণ দেন। তিনি জাতিসংঘের সংগৃহীত প্রধান প্রধান সেবা ও পণ্য সম্পর্কে জানান এবং সেবা ও পণ্য সরবরাহ করার প্রক্রিয়া সম্পর্কে বর্ণনা করেন।
দিমিত্রির বক্তব্য শেষে বাংলাদেশি ব্যবসায়ীরা প্রশ্নোত্তরের মাধ্যমে ভবিষ্যতে জাতিসংঘের সঙ্গে ব্যবসা করার খুঁটিনাটি জেনে নেন।
কর্মশালায় বিপুল সংখ্যক বাংলাদেশি ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এছাড়া মিশনের উপ-স্থায়ী প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।