আইনের প্রয়োগের অভাব এবং দুর্নীতিই সুশাসনের অন্তরায়: অর্থমন্ত্রী

আইনের প্রয়োগের অভাব এবং দুর্নীতিই সুশাসনের অন্তরায়: অর্থমন্ত্রী

দুর্নীতি ও আইনের প্রয়োগের অভাবই বাংলাদেশের সুশাসনের প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সুশাসন বিষয়ক গোলটেবিল আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিনব্যাপী এ আলোচনার আয়োজন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

তিনি বলেন, ‘যদি বিদেশিদের প্রশ্ন করা হয়, বাংলাদেশের সুশাসনের প্রধান বাধা কী? তারা এক বাক্যে এই দুটি বিষয়ের কথা বলবেন। আমিও বিষয়টি মানি। তবে বাংলাদেশের সবক্ষেত্রে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব হবে, যদি সব ক্ষেত্রে  তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহ নিশ্চিত করা যায়।’

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি এম তেরেসা খো।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের প্রায় সবক্ষেত্রেই দুর্নীতি রয়েছে।’

তবে পুলিশ সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘পুলিশের পদ্ধতিতেই রয়েছে দুর্নীতি , মাঠপর্যায় থেকে সর্বস্তরেই আছে দুর্নীতির অভিযোগ। একই ভাবে ভূমি প্রশাসন, কর প্রশাসন, স্বাস্থ্য, শিক্ষাসহ সব ক্ষেত্রেই আছে দুর্নীতির অভিযোগ।’

অর্থ বাণিজ্য