আটক ভারতীয় পাইলট অভি নন্দনকে জেনেভা কনভেনশন অনুসারে পাকিস্তান মুক্তি দিচ্ছে। এমনটাই দাবি করেছে ভারতীয় এয়ার ফোর্স (আইএএফ)।
ভারতের সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর যৌথ সংবাদ সম্মেলনে এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর এ কথা বলেন।
এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর বলেছেন, লাইন অব কন্ট্রোলে(এলওসি) পড়ে যাওয়ার পর পাকিস্তানের হেফাজতে থাকা আমাদের পাইলটকে ছেড়ে দেয়ার ঘোষণা শুনে আমরা খুশি। আমরা এটাকে শুধু জেনেভা কনভেনশনের চুক্তি বাস্তবায়ন হিসেবেই দেখছি।
সূত্র : এনডিটিভি