ভারত ও পাকিস্তানকে অশান্তি থামানোর আহ্বান জানিয়েছে জার্মানি। উভয় দেশের বিমান হামলার পর বুধবার জার্মানির পক্ষ থেকে এ ধরনের আহ্বান জানানো হয়।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এক সম্মেলনে জানান, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করার দায়িত্ব ভারত-পাকিস্তান উভয়েরই। সে কারণে পরবর্তী সময়ে যেন উত্তেজনা না বেড়ে যায়, সেটা দেখার দায়িত্ব উভয়েরই।
এদিকে বুধবারই ভারতের বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে বিমানবাহিনীর ছয় কর্মকর্তাসহ সাতজন নিহত হয়েছেন। নিহত অপর ব্যক্তি বেসামরিক লোক বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বুদগ্রামে ওই ঘটনা ঘটে।
এছাড়া ভারতের দু’টি বিমান ভূপাতিত করে একজন পাইলটকে আটক করেছে পাকিস্তান। সেই পাইলটকে আটকের পর ভিডিও এবং তার ছবি প্রকাশের ব্যাপারে পাকিস্তানের নিন্দা করেছেন ভারতের সরকারি কর্মকর্তারা।
অবশ্য চরম উত্তেজনার মধ্যেই জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চলমান সংকট নিরসনে ভারতকে আবারো সংলাপের প্রস্তাব দিয়েছেন তিনি।