ভারতের একজন পাইলটকে আটকের পর ভিডিও এবং তার ছবি প্রকাশের ব্যাপারে পাকিস্তানের নিন্দা করেছেন ভারতের সরকারি কর্মকর্তারা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এক বিবৃতিতে ভারতীয় প্রশাসন বলছে, ভারতের বিমানবাহিনীর একজন পাইলটের আহত ছবি এবং ভিডিও অসভ্যভাবে প্রকাশের তীব্র নিন্দা জানানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে পাকিস্তান আন্তর্জাতিক মানবিক আইন এবং জেনেভা চুক্তির লঙ্ঘন করেছে বলেও দাবি করা হয়েছে।
ভারতের একজন পাইলটকে আটকের ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সে দেশের সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এ ধরনের নিন্দা জানানো হয়।