ফের ভারতকে সংলাপের প্রস্তাব পাকিস্তানের

ফের ভারতকে সংলাপের প্রস্তাব পাকিস্তানের

ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছে। এরমধ্যেই বুধবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চলমান সংকট নিরসনে ভারতকে আবারো সংলাপের প্রস্তাব দিয়েছেন তিনি।

ওই ভাষণে ভারতকে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান ইমরান খান।

ইমরান খান বলেছেন, পুলওয়ামার ঘটনার পর ভারতকে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছিলাম। আমরা ভারতকে সহযোগিতার প্রস্তাব দিচ্ছি।

তিনি বলেন, নিজেদের ভূমিকে জঙ্গিবাদের জন্য ব্যবহার হতে দেয়াটা পাকিস্তানের স্বার্থ পরিপন্থী। আগ্রাসন নিয়ে ভারতকে সতর্ক করেছিলাম। ভারতকে জানিয়েছিলাম, আমরা জবাব দিতে বাধ্য হবো। কোনো সার্বভৌম দেশই তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন সহ্য করবে না।

সূত্র : দ্য ডন

আন্তর্জাতিক