উত্তর কোরিয়ার দূতাবাস পরিদর্শন কিমের

উত্তর কোরিয়ার দূতাবাস পরিদর্শন কিমের

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকের জন্য ভিয়েতনামে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই হ্যানয়ে সে দেশটির দূতাবাস পরিদর্শনে যান।

মিলিয়া হোটেল থেকে কিম গাড়ি বহর সহকারে দুতাবাস পর্যন্ত সংক্ষিপ্ত পথ অতিক্রম করে, তার লিমোজিন গাড়ি থেকে নেমে দূতাবাসে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার ভগ্নি কিম ও জং এবং অন্যান্য সহযোগীরা।

এদিকে আজ বুধবার হ্যানয়ে এক ভোজসভায় মিলিত হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উন।

দুই দিনব্যাপী এই বৈঠক হচ্ছে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে ফিরিয়ে আনার জন্য ট্রাম্পের একটি বিশেষ কূটনৈতিক মিশন। ভিয়েতনামের রাজধানীতে ভোজসভার আয়োজন হচ্ছে এ মিশনেরই বর্ধিত অংশ।

প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, নৈশভোজের আগে ট্রাম্প ও কিমের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক