“শেখ হাসিনা: উদার অভ্যুদয়ের নেত্রী” গ্রন্থ প্রকাশিত

“শেখ হাসিনা: উদার অভ্যুদয়ের নেত্রী” গ্রন্থ প্রকাশিত

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে “শেখ হাসিনা: উদার অভ্যুদয়ের নেত্রী” শিরোনামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। বইটির সম্পাদক ও প্রকাশক অস্ট্রিয়াপ্রবাসী লেখক, মানবাধিকারকর্মী ও সাংবাদিক এম. নজরুল ইসলাম।

অধ্যাপক কবীর চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, জিল্লুর রহমান সিদ্দিকী, মুস্তাফা নূরউল ইসলাম, আবদুল মতিন, আবদুল গাফফার চৌধুরী, আনিসুজ্জামান, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, তোয়াব খান, আবেদ খান, গোলাম সারওয়ার, শামসুজ্জামান খান, বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, মুনতাসীর মামুন, এইচ টি ইমাম, সৈয়দ মোদাচ্ছের আলী, আবুল কালাম আজাদ, ডা. দীপু মনি, নুরুল ইসলাম নাহিদ, আ আ ম স আরেফিন সিদ্দিক, ড. রফিকুল ইসলাম, ড. অনুপম সেন, ড. আবদুল খালেক, ড. সাইদুর রহমান, ড. আতিউর রহমান, ড. এ কে আবদুল মোমেন, ড. আবদুল মান্নান, ড. হারুন-অর-রশিদ, আবদুল লতিফ সিদ্দিকী, ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, ড. আবদুল মান্নান চৌধুরী, ড. হাছান মাহমুদ, নির্মলেন্দু গুণ, মুহম্মদ নূরুল হুদা, রশীদ হায়দার, আসাদুজ্জামান নূর, মনজুরুল আহসান বুলবুলসহ ৭৩ জন বিশিষ্ট লেখক ও কবির লেখায় সমৃদ্ধ এ বইটি। বইটিকে  আলাদা মাত্রা দিয়েছে শিল্পী শাহাবুদ্দিনের আঁকা শেখ হাসিনার একটি চাররঙা প্রতিকৃতি। এ ছাড়াও বইটিতে স্থান পেয়েছে দুর্লভ অনেক ছবি।

শেখ হাসিনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দূরদর্শিতা, নেতৃত্বদানের ইস্পাতদৃঢ় ক্ষমতা এবং তাঁর সম্পর্কে এ-যাবৎ অজানা তথ্য জানতে হলে অনিসন্ধিৎসু পাঠককে বইটি পড়তেই হবে।

বঙ্গবন্ধুর রাজনৈতিক উত্তরাধিকারী তাঁর কন্যা শেখ হাসিনার জীবন এবং রাজনৈতিক সংগ্রাম সম্পর্কে অর্থবহ গ্রন্থ রচনার জন্য বর্তমান “শেখ হাসিনা: উদার অভ্যুদয়ের নেত্রী” গ্রন্থটি অপরিহার্য বলে বিবেচিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক গবেষকদের কাছেও বইটি সমাদৃত হবে বলে আশা করা যায়।

সংগ্রহযোগ্য এই বইটির প্রচ্ছদ ও নকশা করেছেন শিল্পী হাশেম খান। রয়্যাল সাইজে ৬৫৬ পৃষ্ঠার বইটির মূল্য ২০০০ টাকা। পরিবেশক সূবর্ণ। সংবাদ বিজ্ঞপ্তি।

বাংলাদেশ