পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছে আদালত। দূর্নীতির অভিযোগে বর্তমানে ৭ বছরের সাজা ভোগ করছেন তিনি। মেডিক্যাল গ্রাউন্ডে তার জামিনের আবেদন করা হয়।
সোমবার ইসলামাবাদ হাইকোর্ট ওই জামিনের আবেদন প্রত্যাখ্যানের সিদ্ধান্ত দিয়েছে।
এ বিষয়ে আদালতের বিচারক জানিয়েছেন, নওয়াজ শরীফ মেডিক্যাল গ্রাউন্ডে জামিন পেতে পারেন না। কারণ, তাকে ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সৌদি আরবে একটি ষ্টিল মিলের মালিকানা বিষয়ে দূর্নীতির অভিযোগে গত ডিসেম্বরে নওয়াজ শরীফকে সাজা দেওয়া হওয়া।
সূত্র : আল-জাজিরা