লেবাননের সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের সংগঠন হিজবুল্লাহ। এই সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করতে যাচ্ছে ব্রিটেনের পার্লামেন্ট।
ব্রিটেন বলছে, মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করে তুলছে হিজবুল্লাহ। এ কারণে সংগঠনটির সব শাখাকে নিষিদ্ধ করা হবে।
এ বিষয়ে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভেদ বলছেন, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করা নেপথ্যে রয়েছে হিজবুল্লাহ। এ কারণে দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, হিজবুল্লাহ ইরান সমর্থিত একটি শিয়া গোষ্ঠী। একে ইতোমধ্যে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। লেবাননের সরকার গঠনে তাদের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউস।
সূত্র : বিবিসি